ফেরি আমানত শাহ উদ্ধারকাজ সম্পন্ন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

১৪ দিন পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর পন্টুনে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ’র উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। ফেরিটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষ এই ফেরির উদ্ধারকাজ সম্পন্ন করে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেনুইন এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী বদিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিনব্যাপী ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছিলো। আজ ফেরির ভিতরে জমে থাকা পানি স্যালু মেশিন দিয়ে বাইরে বের করা হয়। পরে উইঞ্চ বার্জগুলো দিয়ে ফেরির পেছনের ইঞ্জিনের অংশ বিকেলে উঠানো হয়।

বিজ্ঞাপন

এখন আমানত শাহ ফেরি পুরোপুরি দৃশ্যমান। ফেরি উদ্ধারের প্রাথমিক কাজ শেষ হয়েছে। তবে ফেরিটির ভেতরে প্রায় একশো ছিদ্র রয়েছে। যেগুলোর মেরামত করা হচ্ছে। এ পর্যন্ত ৩০টি ছিদ্র মেরামত করা হয়েছে। বাকি ছিদ্রগুলো মেরামত শেষে ফেরিটি পদ্মা নদীতে ভাসানো হবে। তারপর দুইদিন পরীক্ষা নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে বলে জানান বদিউল আলম।