হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম আর নেই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস।

আল্লামা নুরুল ইসলাম দেশের একজন শীর্ষস্থানীয় আলেম। তিনি দারুল উলুম হাটহাজারীর শুরা সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, যুক্তরাজ্যের জামিয়া খাতামুন্নাবিয়্যীনসহ অসংখ্য মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।

বিজ্ঞাপন

শনিবার (২৭ নভেম্বর) ঢাকায় হেফাজতের ওলামা মশায়েখ সম্মেলন থেকে বের হওয়ার সময় তাঁর বুকে ব্যথা শুরু হয়। সেখান থেকেই ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।