সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছিলাদী গ্রাম থেকে নাজমা আক্তার নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী লাশ উদ্ধার করেছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ছিলাদী গ্রামের (নতুন পাড়া) মনির উদ্দিন ব্যাপারী বাড়ি থেকে নাজমার লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য থানায় নিয়ে আসে। নাজমা সৌদি প্রবাসী হারুনু অর রশিদের স্ত্রী ও এক সন্তানের জননী। এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় ৫নং ওয়ার্ডে মেম্বার আবদুর রহিম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে গৃহবধূ প্রবাসীর স্ত্রী নাজমা নিজ বসতঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এসময় ঘরের ভিতর থেকে গোংরানির শব্দ শুনে নাজমার মা হোসনে আরা বেগম চিৎকার দিয়ে দরজা ভেঙ্গে নাজমাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে এলাকা থেকে সেনবাগ থানায় খবর দিয়ে রাত সাড়ে ৭টার দিকে থানার এস.আই আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার কলে থানায় নিয়ে আসে। 

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি থানায় এনে রাখা হয়েছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।