হরিরামপুরের নির্বাচনী সহিসংতায় আহত ১৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

হরিরামপুরের নির্বাচনী সহিসংতায় আহত ১৫

হরিরামপুরের নির্বাচনী সহিসংতায় আহত ১৫

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌকার প্রার্থী মো. বিল্লাল হোসেনের ১০ জন এবং স্বতন্ত্র প্রার্থী আরব আলীর ৫ জন সমর্থক আহত হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার আজিমনগর এলাকায় প্রচার প্রচারণার সময় উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নৌকার প্রার্থী মো. বিল্লাল হোসেন ফোনে বলেন, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচার প্রচারণা করার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রায় ৬০/৭০ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরব আলীর সমর্কেরা। এতে তার ১০ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী আরব আলী ফোনে বলেন, গত কয়েকদিন ধরেই বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিল নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেনের লোকজন। দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার করার সময় নৌকার পক্ষের ৪০/৫০ জন লোক লাঠসোটা নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় তার ৫ জন কর্মী গুরুতরভাবে আহত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ লিটন বলেন, দুপুরের দিকে ১০ জন আহত অবস্থায় এবং বিকেলের দিকে আরো ৫ জনসহ মোট ১৫ জন জখম অবস্থায় চিকিৎসা নিতে আসছিল। এর মধ্যে ২ জনকে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে, একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে, আর বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ইউপি নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন পর্যন্ত  কোন পক্ষই লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।