আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ হবে: অর্থমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আগামী অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (৩০ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, গতবছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আমাদের প্রবৃদ্ধি আরও কম হবে বললেও আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারব। এর আগেও তারা পূর্বাভাস দিয়েছিল কিন্তু আমরা আমাদের টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছিলাম।

মাথাপিছু আয়ের টার্গেট কিভাবে পূরণ হবে তার ব‍্যাখ‍্যা দিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বছর আমাদের জিডিপির আকার হবে ৪৫৫ বিলিয়ন ডলার। এই ৪৫৫ বিলিয়ন ডলারকে আমাদের যে জনগোষ্ঠী আছে তার সঙ্গে ভাগ দিলেই মাথাপিছু আয় দুই হাজার ৭৮৫ ডলারে উন্নীত হবে। এটা হচ্ছে আমাদের এই বছরের হিসাব। আশাকরি আগামী অর্থবছরে আমাদের জিডিপির আকার অর্ধ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইএমএফ সব সময় কনজারবেটিভলি তাদের সংশ্লিষ্টরা সব দেশের জন্যই সেভাবেই প্রক্ষেপণ করে। অতীতের মতো আমার বিশ্বাস যা বলেছি সেটা অর্জন করতে সক্ষম হবো। আগামী বছরও আমাদের মাথাপিছু আয় তিন হাজার ৮৯ মার্কিন ডলার হবে, সে বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ, এটা আমার মোটামুটি হিসাব।