নীলফামারীর দুই ইউনিয়নে ১১ বছর পর নির্বাচন
সীমানা জটিলতা মামলার অবসান ঘটিয়ে ১১বছর পর সপ্তম ধাপে নীলফামারীর সদর উপজেলার কুন্দুপুকুর ও ইটাখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার।
ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে নির্বাচন কমিশন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাতে তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আফতাব উজ্জামান।
রিটার্নিং কর্মকর্তা মো. আফতাব উজ্জামান বার্তা২৪ কে জানান, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম প্রেরন করা হয়েছে।শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে আশা রাখছি।
ইটাখোলা ও কুন্দুপুকুর ইউনিয়নের ১৯ কেদ্রে ৪৬২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।