রংপুরে পৃথক অভিযানে ৩ মাদক চোরাকারবারি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

রংপুর নগরীতে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কৈটারী গ্রামের অফছার আলীর ছেলে রবিউল ইসলাম (২৪), একই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে মামুন আলী (২০) ও কুডিগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগ ভান্ডার গ্রামের আয়নাল হকের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ বাংলাদেশ ব্যাংক মোড়ে সিঙ্গার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য এক কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মামুন ও রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

অপর একটি অভিযানে নগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা বাজারে অভিযান পরিচালনা করে এক কেজি শুকনো গাঁজাসহ আশরাফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লষ্ট থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বলেন,রংপুর মহানগরী এলাকায় সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।