প্রথম বাংলাদেশ-যুক্তরাজ্য প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রথম বাংলাদেশ-যুক্তরাজ্য প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত

প্রথম বাংলাদেশ-যুক্তরাজ্য প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত

প্রথমবারের মতো ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগে দুই দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এ সংলাপ শেষে ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিবৃতি দেন।

বিজ্ঞাপন

সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা সংলাপ শুরু করতে পেরে আমি আনন্দিত। ৫০ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার সময় প্রতিষ্ঠিত আমাদের শক্তিশালী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক কীভাবে পরবর্তী অর্ধশত বছরের জন্য বিকশিত হতে পারে তা প্রতিফলিত করার জন্য সংলাপটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করে। আমি খুশি শান্তি ও নিরাপত্তার জন্য

আমাদের আলোচনা আরও সহযোগিতার জন্য অনেক ক্ষেত্র চিহ্নিত করেছে। এই প্রচেষ্টায় আমাদের বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় অবদান রাখতে হবে। যুক্তরাজ্য এবং বাংলাদেশ উভয়ই চায় অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক।

বিজ্ঞাপন

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানের নেতৃত্বে ২৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল প্রতিরক্ষা সংলাপে অংশগ্রহণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রশিদ অতিথি হিসেবে এ সংলাপে অংশ নেন।

অন্যদিকে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা প্রধান ট্রিশ উইলসনের নেতৃত্বে সেদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রতিরক্ষা সংলাপে অংশ নেন।