দেশে এখন গরিব মানুষ দেখা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে এখন গরিব মানুষ দেখা যায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে এখন গরিব মানুষ, খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেলে-মেয়েরা ভালো কাপড় পরে, ভালো করে চলাফেরা করে। সবার বাড়িতে খাবার আছে। প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা আছে। এসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেল চলে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আমাদের গড় আয়ু ৭৩ বছর; যেটা ৫০ বছরের নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় ২৮০০ ডলার; বিএনপির আমলে যেটা ছিল ৫০০ ডলার।

জাহিদ মালেক বলেন, আজকে ঘরে-ঘরে বিদ্যুৎ জ্বলছে, কোনো ঘরে অন্ধকার নাই। প্রতিটি বাড়ির সামনে পাকা রাস্তা আছে। প্রতিটি স্কুল পাকা ও বিদ্যুৎ আছে। প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা চেষ্টা করেছি দেশকে শান্তিতে রাখার জন্য। আমরা সন্ত্রাসবাদ, অন্যায়, দুর্নীতি ও মা-বোনদের সম্মানহানি বরদাশত করি নাই। এসব আমরা কঠিন হাতে দমন করেছি।  আগামীতেও আমাদের অবস্থান একই থাকবে।

বিজ্ঞাপন

গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল কুমার সাহার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।