হালদায় সাড়ে ৩ হাজার মিটার ঘেরাজাল পুড়িয়ে ধ্বংস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

হালদায় সাড়ে ৩ হাজার মিটার ঘেরাজাল পুড়িয়ে ধ্বংস

হালদায় সাড়ে ৩ হাজার মিটার ঘেরাজাল পুড়িয়ে ধ্বংস

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদী থেকে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টা থেকে ২টা পর্যন্ত নদীর মোহনা বোয়ালখালীর উত্তর কদুলখীল এলাকায় এ অভিযান চালান সদরঘাট নৌ পুশিল।

বিজ্ঞাপন

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪'কে বলেন, চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া স্যারের নির্দেশনায় দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় সাড়ে তিন হাজার মিটারের ১৫ টি চরঘেরা জাল জ্বদ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

হালদা নদীতে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষা করার জন্য অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন