হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
রংপুরে সিজারের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে নগরীর দর্শনা আর কে রোডে অবস্থিত মেঘনা জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রসূতির স্বামী রুবেল মিয়া অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে স্থানীয় এক সেবিকার মাধ্যমে তাকে মেঘনা জেনারেল হসপিটালে ভর্তি করান। ভর্তির পর সিজারের মাধ্যমে সন্তান জন্ম নেয়। তখন তার সন্তান সুস্থ ছিল, এরপর রাত থেকে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে আমরা একাধিকবার নার্সের কাছে যাই। তারা এসে শুধু বলে সুস্থ হয়ে যাবে। তখন এখানে কোনো ডিউটি ডাক্তার ছিল না। পরে বিকেলে ডাক্তার এসে বলে বাচ্চাকে অক্সিজেন লাগাতে এবং দ্রুত মা ও শিশু হাসপাতালে নিয়ে যেতে।
মেঘনা ক্লিনিকের বিপরীতে পাশে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমাকে বলে আমার সন্তান ২০-২৫ মিনিট আগে মারা গেছে।
এ ঘটনায় মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মমতাজ বেগম (মেঘনা) ও তার স্বামী ডা. হাসানুল ইসলাম দাবি করেন, তাদের হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়নি।
তবে মেঘনা জেনারেল হসপিটালের সহকারী ম্যানেজার মাসুদ রানা সাংবাদিকদের জানান, ওই নবজাতকের শ্বাস কষ্ট শুরু হলে আমাদের হসপিটালের কর্তব্যরত চিকিৎসক অক্সিজেন লাগান এবং দ্রুত সরকারি হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেওয়ার পথে নবজাতকের মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। তিনি বলেন, আমরা স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলেছি। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।