বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দীর্ঘক্ষণ ধরে চাক্ষুষ করা যাবে চন্দ্রগ্রহণ। তবে পৃথিবীর সব প্রান্তে এই গ্রহণ দেখা যাবে না। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে দেখা যাবে চন্দ্রগ্রহণ।

চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ। নাসা জানিয়েছে, মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এই সময় চাঁদের রং লাল দেখাবে।

বিজ্ঞাপন

বছরের শেষ চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২টা ২ মিনিটে। আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছু ক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে।

২০২৩ সালেও দুটি চন্দ্রগ্রহণ হবে, যদিও তা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মতো আকর্ষণীয় হবে না। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে ৫-৬ মে, যা হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এটি দক্ষিণ এবং পূর্ব ইউরোপ, অ্যান্টার্কটিকা, এশিয়ার বেশিরভাগ অংশ, অস্ট্রেলিয়া, আফ্রিকার পাশাপাশি প্রশান্ত মহাসাগর, ভারতীয় এবং আটলান্টিক মহাসাগর থেকে দৃশ্যমান হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয়টি চন্দ্রগ্রহণটি ঘটবে ২৮-২৯ অক্টোবরে, যা হবে আংশিক চন্দ্রগ্রহণ। এটি ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, উত্তর ও পূর্ব দক্ষিণ আমেরিকা, আর্কটিক, অ্যান্টার্কটিকা এবং প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং ভারত মহাসাগর থেকে দৃশ্যমান হবে।