কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীর চরে খেলতে গিয়ে পাঁচতলা ভবনের একটি ছাদ থেকে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন- লামিয়া (৬) ও আব্দুর রহিম (৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ওসি তদন্ত মোস্তফা আনোয়ার।
তিনি বলেন, পাঁচতলা ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম আবদুর রহিম (৯) ও লামিয়া (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।
পরিবারের বরাতে তিনি বলেন, খেলতে গিয়ে তারা ২ জন ছাদ থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখতে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করেছি।