ফিটনেস সনদ ছিল না শিবচরে দুর্ঘটনা কবলিত বাসটির



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের বাসটির ফিটনেস সনদ ছিল না। শুধু তাই নয়, ইমাদ পরিবহনের এই বাসটি এর আগেও ঘটিয়েছিল দুর্ঘটনা।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানান, খাদে পড়া ইমাদ পরিবহনের বাসটির চলাচলের অনুমতি ছিল না। গত ১৮ জানুয়ারি বাসটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

আরও জানান, এই বাসটি ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর রাতে দুর্ঘটনায় পড়ে। গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে চারজন মারা যান। আহত হন আরও ১৫ জন।

জানা যায়, ঢাকার সায়েদাবাদ থেকে খুলনা পর্যন্ত চলাচলের অনুমতি ছিল ইমাদ পরিবহনের ওই বাসের। তবে বাসটি গুলিস্তান পর্যন্ত আসত।

বিআরটিএ থেকে জানা যায়, ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিসের ওপর এই বাসের কাঠামো তৈরি হয়েছে ২০১৭ সালে। বাসের নিবন্ধন নেওয়া হয় ২০১৮ সালের জানুয়ারিতে। নিবন্ধন সনদ অনুযায়ী বাসটি ৪০ আসনের।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বাসটি আগেও দুর্ঘটনায় পড়েছিল। যে কারণে ওই বাসের রুট পারমিট স্থগিত করা হয়। এরপরও বাসটি চলছিল।

রোববার সকাল ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসটির সামনের অর্ধেক অংশই চুরমার হয়ে যায়। নিহত হয় ১৯ জন, যার মধ্যে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারও রয়েছেন।

‘রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও কমতে শুরু করেছে’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অন্য বছরের তুলনায় ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, টিসিবির মাধ্যমে অসচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্যান্য পণ্য দেওয়া হচ্ছে। সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, সে দামেই বিক্রি হচ্ছে।

তিনি বলেন, রোজার প্রথম দিকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে চুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও তাদের দেশে আমাদের পণ্য রপ্তানির আলোচনাও এগিয়েছে।

;

লক্ষ্মীপুরে যুবলীগের উপহার পেল শতাধিক পরিবার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,লক্ষ্মীপুর:
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে লামচরী আজিজিয়া মাদ্রাসা মাঠে শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া এ আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিপু মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

;

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো সাড়ে ১৬ হাজার টাকায়



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো সাড়ে ১৬ হাজার টাকায়

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো সাড়ে ১৬ হাজার টাকায়

  • Font increase
  • Font Decrease

এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর দুটি ইলিশ বিক্রি হলো ১৬ হাজার ৩৮৪ টাকায়। স্থানীয় জেলেদের জালে ধরা পড়া ইলিশ দুটির ওজন ৪ কেজি ১৮০ গ্রাম।

শুক্রবার ( ৩১ মার্চ) সকালে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকায় জেলে সদেশ হালদারের জালে ইলিশ মাছ দুটি ধরা পড়ে।

জানা যায়, দৌলতদিয়া ফেরী ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মাছ দুটি মোট ১৫ হাজার ৮৮৪ টাকায় ক্রয় করেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ইলিশ দুটি ১৫ হাজার ৮৮৪ টাকায় ক্রয় করে বেলা ১১টার দিকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে মোট ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।

এর আগে বুধবার (২৯ মার্চ) ভোরে দৌলতদিয়া ঘাটের ৭ নং ফেরি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়ে ১ কেজি ৯০০ গ্রাম ও শুধু ৯০০ গ্রাম ওজনের দুটি পদ্মার ইলিশ। সেই মাছ দুটি দৌলতদিয়ার রওশন আড়তদারের কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রামেরটা ৩ হাজার ২০০ টাকা কেজি এবং ৯০০ গ্রাম ওজনের মাছটি ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নিয়ে আসে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

পরে একশো টাকা লাভে ৩ হাজার ৩০০ টাকা ও ছোটটা ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে চান্দু মোল্লা।

;

রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Font increase
  • Font Decrease

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ৩১ মার্চ) বেলা ৩ টার দিকে দৌলতদিয়া ঘাটের নৌ পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের গায়ে ফুলহাতা টি-শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল। তার বয়স অনুমানিক ৩৫ বছর হবে বলে তাদের ধারণা।

এর আগে স্থানীয়রা দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়া এলাকায় পদ্মা নদীর তীরের কাছাকাছি ওই মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো. কাশেম খান বলেন, স্থানীয়রা অজ্ঞাত যুবকের মরদেহ পদ্মা নদীর তীরে ভাসতে দেখে। বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ উদ্ধার করে।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জেএম সিরাজুল কবির বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পদ্মা বা যমুনা নদীর পশ্চিম দিক থেকে ভেসে এসেছে লাশটি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

;