ঢাকা-বেইজিং বৈঠক আজ, প্রাধান্য পাবে যে বিষয়

ছবি: সংগৃহীত
পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও চীন। দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য আজ শনিবার (২৭ মে) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং শুক্রবার রাতে ঢাকায় এসেছেন।
ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার সান ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
সূত্র জানায়, পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার মধ্যে রোহিঙ্গা গুরুত্ব পাবে। কুনমিংয়ে তিন পক্ষের মধ্যে আলোচনাটি এগিয়ে নেওয়া আজকের বৈঠকের একটি অন্যতম উদ্দেশ্য। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে।
আরেকটি সূত্র জানায়, এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবার হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সান ওয়েইডেংয়ের। সবকিছু ঠিক থাকলে এবার হয়তো উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের জন্য আমন্ত্রণপত্রও দিতে পারে বেইজিং।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেছিলেন।