ভোলায় নদী ও সাগর উত্তাল: ৭ ট্রলার ডুবি ২৩ জেলে নিখোঁজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

ভোলায় নদী ও সাগর উত্তাল: ৭ ট্রলার ডুবি ২৩ জেলে নিখোঁজ

ভোলায় নদী ও সাগর উত্তাল: ৭ ট্রলার ডুবি ২৩ জেলে নিখোঁজ

 

ঝড়ের কবলে পরে ভোলার মেঘনা নদী ও গভীর সমুদ্রে ৯১ মাঝিমাল্লাসহ ৭ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এখনও নিখোঁজ রয়েছে ২৩ জেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঝরের কবলে পরে মনপুরা উপজেলার ৫ টি, চরফ্যাশন উপজেলার ১ টি ও ভোলা সদর উপজেলায় ১ মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

এ সময় ট্রলারে থাকা ৯১ জেলের মধ্যে ৬৮ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ২৩ জেলে।

বিজ্ঞাপন

এই ব্যাপারে মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, সাগর মোহনায় মনপুরা ৫টি ট্রলার ডুবে যায়। কিছু নিখোঁজ জেলে রয়েছে তাদের উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চলছে।


ভোলা দক্ষিণ জোনের কোস্টেগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. শফিউল কিঞ্জল জানান, সাগের মাছ শিকারে করতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং কোস্টেগার্ড দক্ষিণজনের কয়েকটি টিম নদী ও সাগরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এদিকে সাগরে নিম্নচাপের ফলে মেঘনার পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বৈরী আবহাওয়া কারণে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাগর ও নদী উত্তাল থাকায় সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সাগরের লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাতাসের গতি বেড়ে গিয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে ভোলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে মানবতার জীবনযাপন করছে।