সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ভেসে এল ২ নারী-পুরুষের মরদেহ
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে নারী-পুরুষের দু’টি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটের হুলবুনিয়া থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।তাদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ।
বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শুক্রবার সকালে সেন্টমার্টিনদ্বীপের জেটিঘাট হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকতে দু’টি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসে। বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করতে যায়।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি দায়িত্বরত এস.আই নুরে আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে দ্বীপের সমুদ্র সৈকতের হুলবুনিয়া নামক স্থান থেকে দু’টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার করা লাশে একজন নারী ও অপরজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ হতে পারে।
তিনি আরো জানান, মরদেহ দু’টির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানায়।