রাজশাহীতে নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার, গ্রেফতার ১

  • স্টাফ করেসপনডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলার বাঘা উপজেলায় বলিহার বেতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল একই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার বলিহার বেতীপাড়ায় এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে শয়নকক্ষে খাটের নিচ থেকে ১ লাখ ৩১ হাজার ১০ টাকা মূল্যের নকর রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়। শহিদুল দীর্ঘদিন ধরে গোপনে নকল রাজস্ব স্ট্যাম্প বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে বাঘা থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন