সার্বজনীন পেনশনে বরিশালে ৭ কোটি টাকা জমা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের ১৭ আগস্ট সার্বজনীন পেনশন ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সার্বজনীন পেনশন স্কিম সারাদেশের ন্যায় বরিশালেও ব্যাপক সাড়া ফেলেছে। এক মাসেরও কম সময়ে এই পেনশন ব্যবস্থার বরিশালে চারটি একাউন্টে প্রায় সাড়ে সাত কোটি টাকা জমা পড়েছে। যা সাধারণ মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করবে। 

দেশের ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়। ১৮ বছরের উর্ধ্বে যে কোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। ৫০ বছরেরও বেশি বয়সী একজন ব্যক্তিও এই ব্যবস্থায় যোগ দিতে পারবেন। তবে ব্যক্তিকে একটানা ১০ বছর ধরে কিস্তি দিতে হবে।

বিজ্ঞাপন

বরিশাল সোনালী ব্যাংক সদর রোড শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম হায়দার বলেন, নগরীর অধিকাংশ কম্পিউটার ও বিকাশের দোকান, পোস্ট অফিসের ই-সেন্টার থেকেও এই একাউন্ট ওপেন করা যাবে। সোনালী ব্যাংকে এজন্য একটি বুথও ওপেন করা হয়েছে । বরিশালে চারটি একাউন্টে এখন পর্যন্ত প্রবাসী নামের একাউন্টে ৮৯ লাখ ২০ হাজার ৩ টাকা, সাধারণ মানুষের জন্য প্রগতি স্কিমে ৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা,  সুরক্ষা নামের একাউন্টে ১১ লাখ ৩৮ হাজার ১০ টাকা এবং সমতা নামের একাউন্টে ২ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ২০ টাকা জমা পড়েছে।

বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, সার্বজনীন পেনশন স্কিম যেহেতু কেন্দ্রীয় একটি প্রকল্প তাই আমরা জনগণকে এটা সম্পর্কে জানাতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানুষদের অবহিতকরণ সভা করছি। সাধারণ মানুষের মাঝে এটা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন