স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশের ভূয়সী প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে সংস্থার মহাপরিচালক এ কথা বলেন।

বিজ্ঞাপন

বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন, যেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টির বেশি ওষুধ পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। সুতরাং, গড় আয়ু অনেক বেড়েছে, বলেন তিনি।

বিজ্ঞাপন

মোমেন বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন যে বাংলাদেশ তার অভিজ্ঞতা এবং দক্ষতা অন্যান্য দেশের সঙ্গে শেয়ার করতে চায়।