সিলেটে ১৫ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেটে ১৫ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

সিলেটে ১৫ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

সিলেট সদরের খাদিমনগর রুস্তমপুর আবাসিক এলাকা থেকে জালিজ মাহমুদ সিয়াম নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন নিখোঁজের মামা মো.সোহাগ হাওলাদার।

বিজ্ঞাপন

নিখোঁজ সিয়াম সদর উপজেলার পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে বরিশাল জেলার উজিরপুর থানার গাজীরপাড় গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির বড় ছেলে।

বর্তমানে মামা সোহাগ হাওলাদারের সাথে রুস্তমপুর আবাসিক এলাকার নিয়াজ মিয়ার বাসায় বসবাস করছিল সিয়াম। মা-বাবা থাকেন গ্রামের বাড়িতে।

সিয়ামের মামা জিডিতে উল্লেখ করেন, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খাদিমনগরের রুস্তমপুর আবাসিক এলাকার নিয়াজ মিয়ার বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয় নিয়াজ মাহমুদ সিয়াম। রাত ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেন। কোথাও তার খোঁজ না পেয়ে পরদিন ২০ সেপ্টেম্বর সাধারণ ডায়রি করা হয়। 

সোহাগ হাওলাদাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ারহাট বড়কোঠা গ্রামে। তিনি জানান, ব্যবসা সূত্রে তিনি সিলেটে থাকেন। কিছুদিন আগে পড়াশুনা করবে বলে এখানে আসে সিয়াম। ১৯ সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে ভাগনাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। গত ১৫ দিন ধরে হন্য হয়ে খুঁজছেন পরিবারের সবাই। এখনও তার সন্ধান মিলেনি।

নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি-ব্লু টি-শার্ট ও বাদামি রঙের টাউজার। তার গায়ের উজ্জল শ্যামলা। হালকা-পাতলা গড়নের সিয়ামের উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। সে শুদ্ধ আঞ্চলিক ভাষায় কথা বলে।

সিয়ামের সন্ধান পেলে মুঠোফোনের ০১৭৩২৪২১১১৭ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মামা সোহাগ হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি।’