সিলেটে ১৫ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন বার্তা২৪.কম, সিলেট
সিলেটে ১৫ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

সিলেটে ১৫ দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

  • Font increase
  • Font Decrease

সিলেট সদরের খাদিমনগর রুস্তমপুর আবাসিক এলাকা থেকে জালিজ মাহমুদ সিয়াম নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন নিখোঁজের মামা মো.সোহাগ হাওলাদার।

নিখোঁজ সিয়াম সদর উপজেলার পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে বরিশাল জেলার উজিরপুর থানার গাজীরপাড় গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির বড় ছেলে।

বর্তমানে মামা সোহাগ হাওলাদারের সাথে রুস্তমপুর আবাসিক এলাকার নিয়াজ মিয়ার বাসায় বসবাস করছিল সিয়াম। মা-বাবা থাকেন গ্রামের বাড়িতে।

সিয়ামের মামা জিডিতে উল্লেখ করেন, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খাদিমনগরের রুস্তমপুর আবাসিক এলাকার নিয়াজ মিয়ার বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয় নিয়াজ মাহমুদ সিয়াম। রাত ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেন। কোথাও তার খোঁজ না পেয়ে পরদিন ২০ সেপ্টেম্বর সাধারণ ডায়রি করা হয়। 

সোহাগ হাওলাদাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ারহাট বড়কোঠা গ্রামে। তিনি জানান, ব্যবসা সূত্রে তিনি সিলেটে থাকেন। কিছুদিন আগে পড়াশুনা করবে বলে এখানে আসে সিয়াম। ১৯ সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে ভাগনাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। গত ১৫ দিন ধরে হন্য হয়ে খুঁজছেন পরিবারের সবাই। এখনও তার সন্ধান মিলেনি।

নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি-ব্লু টি-শার্ট ও বাদামি রঙের টাউজার। তার গায়ের উজ্জল শ্যামলা। হালকা-পাতলা গড়নের সিয়ামের উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। সে শুদ্ধ আঞ্চলিক ভাষায় কথা বলে।

সিয়ামের সন্ধান পেলে মুঠোফোনের ০১৭৩২৪২১১১৭ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মামা সোহাগ হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি।’

   

সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানে আগুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, সিরাজগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

 

বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে। 

রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের এ গাড়ীতে আগুন দেয়া হয়েছে। আগুনে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মুল্যবান মালপত্র পুড়ে গেছে। 

সোমবার (৪ ডিসেম্বর) সকালে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনা থেকে ঢাকাগামী করতোয়া পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি পৌনে দশটার দিকে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিলে সামনে পড়ে। এসময় অবরোধ সমর্থকরা ইটপাটকেল ছুড়লে চালক গাড়ী থামিয়ে দেয়। তখন অবরোধ সমর্থকরা গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ডভ্যানের সম্মুখভাগ ও কিছু মালপত্র পুড়ে গেছে। 

তবে চালক ও সহযোগী গাড়ী থেকে নেমে যাওয়ায় তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন।




;

চট্টগ্রামে ১৫ মিনিটের ব্যবধানে ২ বাসে আগুন, দগ্ধ চালক-সহকারী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় রিল্যাক্স পরিবহনের একটি স্লিপার কোচের বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালক ও সহকারী দগ্ধ হয়েছেন। এসময় দুর্বৃত্তরা একাদিক গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে নগরীর দামপাড়া বাস কাউন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাসচালক মো. তারেক, হেলপার মো. নাজমুল ও সুপারভাইজার আব্দুর রহিম। এদের মধ্যে চালকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়, একইসাথে হাতের একটি অংশ দগ্ধ হয় সহকারীর। ভাঙা গ্লাসে ওই বাসের সুপারভাইজারের হাত জখম হয়।

এর মাত্র ১৫ মিনিট আগে নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাস্তায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

রাত পৌনে ১১টার দিকে দামপাড়া বাস কাউন্টার এলাকায় সরেজমিনে দেখা যায়, বাস কাউন্টারের সামনে রাস্তায় কয়েকটি স্থানে গাড়ির ভাঙা কাঁচের গুঁড়ো পড়ে আছে। একাদিকে মশালে ব্যবহৃত পুড়া কাপড়ের পোটলা ছড়িয়ে ছিটিয়ে আছে। রিল্যাক্স পরিবহনের বাসটির ভেতরে চালকের পাশে থাকা জানালার কাঁচের ভাঙা অংশ পরিস্কার করছে বাসের কর্মীরা৷ এর পাশে সোদিয়া পরিবহনের একটি বাসের সামনের গ্লাস দুর্বৃত্তের ছুঁড়া ঢিলে ফেটে আছে৷ রিল্যাক্স বাসে আগুনের ক্ষত না থাকলে অন্য চালক ও সহকারী নিয়ে যথা সময়ে যাত্রী নিয়ে ১১ টায় বাসটি ঢাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন লোক হঠাৎ মশাল নিয়ে এসে বাস ভাঙচুর করে মশালের আগুন নিক্ষেপ করে। তা গিয়ে চালক ও হেলপারের গায়ে লাগে। তাৎক্ষণিক লোকজন নিজেদের চেষ্টায় আগুনি নিভিয়ে ফেলে। পরে চালক ও হেলপারকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার করে দেয়। 

রিল্যাক্স পরিবহনের বাসের মালিক শিহাব উদ্দিন চৌধুরীর হতাহতের পরিচয় নিশ্চিত করে বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের গাড়িটা যাত্রী উঠানোর জন্য রাস্তার পাশে পার্কি অবস্থা ছিল৷ দক্ষিণ দিক থেকে হঠাৎ ৪ থেকে ৫ জন লোক এসে প্রথম ওইখানে থাকা একটি অটোরিকশার গ্লাস ভাঙছে, পরে একটি সৌদিয়া বাসের গ্লাস ভাঙে। এরপর আমার রিল্যাক্স গাড়ির গ্লাস ভেঙে ভেতরে অগ্নিসংযোগ করে। এসময় আমার বাসে ভেরতে চালক আর সহকারী ছিল। তাদের মধ্যে চালকের শরীরে আগুন ধরে যায়৷ এতে তার শরীরে বিভিন্ন অংশে পুড়ে যায়। আমার চালকের খুবই অবস্থা খারাপ। তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার বার্ণ হাসপাতালে রেফার করে দিছে ডাক্তার। একই স্থানে থাকা সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে উপরেও আগুন দেয়। এসময় হেলপারের হাতের একাংশ পুড়ে যায়, আহত হয় বাসের সুপারভাইজারও আব্দুর রহিম। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলশী থানায় গেছেন, এ বিষয়ে মামলা করা হবে।'

নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ করে এ পরিবহন মালিক বলেন, 'এর আগেও কুমিল্লা ও কক্সবাজারে আমাদের দুটির গাগির গ্লাস ভেঙেছে দুর্বৃত্তরা। এই এলাকাটা হলো দামপাড়া পুলিশ সাইন্স। পুলিশ লাইন্সের সামনেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আর আমাদের সরকার ও মালিক সমিতি বলছে গাড়ি চালানোর জন্য। কিন্তু আমরা তাদের আদেশ মানতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।'

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুবেল হাওলাদার বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি৷ কিছু লোক মহাশ নিয়ে এসে বাসে আগুন দেয়৷ এতে ওই বাসের চালক ও হেলপার দগ্ধ হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।'

এ সময় আরও দুটি গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন ওসি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘দাঁড়িয়ে থাকা বাসটির চালক তার আসনে ছিলেন৷ তার পাশে থাকা ছোট্ট জানালাটিও খোলা ছিল। রাত পৌনে দশটার দিকে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল থেকে চালকের আসনের পাশে থাকা জানালা দিয়ে আগুনযুক্ত কিছু একটা বাসে ছুঁড়ে মারে। এতে চালক কিছুটা দগ্ধ হলেও এসময় ক্ষতি হয়নি। আগুন ছড়াতে পারেনি।’

এর আগে, রাত সাড়ে নয়টার দিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই বিষয়ে সিএমপির পশ্চিম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-পশ্চিম) শেখ সাব্বির হোসেন বলেন, ‘ওই বাসের ভেতরের দিকে কেউ আগুন দিয়ে বেরিয়ে পড়েছে। এতে কেউ দগ্ধ না হলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনেছে।’

এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান বাহিনীটির সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।

;

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্ত্২৪,কম চাঁপাইনবাবগঞ্জ
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (৩ডিসেম্বর) সকালে জেলা শহরের বড় ইন্দেরা মোড় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং সভাপতিত্বে আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন ফিজিওথেরাপিস্ট ডাক্তার হাসান মাহমুদ, বিদ্যালয়ের নির্বাহী সচিব আব্দুল হাসান ও শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন বলে গণ্য করতে হবে। তারা সমাজের মৌলিক একটি অংশ, তারা আরও বলেন সরকার ও সমাজের বিত্তবান মানুষেরা এ সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে এগিয়ে আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে সুবিধা বঞ্চিত এসব শিশু কিশোররা।’

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শেষ হয়।

;

মিগজাউমের গতিমুখ ভারতের অন্ধ্র প্রদেশের দিকে



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

  • Font increase
  • Font Decrease

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতের দিকে এগোতে থাকা এই ঘূর্ণিঝড় মঙ্গলবার (৪ ডিসেম্বর) অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে।

এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও। ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে ডিসেম্বরের স্বাভাবিক শীত নামতে পারে। এরপর শীত জেঁকে বসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৪১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে আগামী বৃহস্পতি ও শুক্রবার দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। দুই-এক দিন বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ১০ ডিসেম্বরের পর দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিম এলাকায় শীত জেঁকে বসতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত নভেম্বরে দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ও বৃষ্টি বেশি ছিল। বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৬৫ শতাংশ বেশি ছিল।

আবহাওয়া অধিদপ্তর থেকে সোমবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, সারাদেশের তাপমাত্রা প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

;