জামালপুরে পরীক্ষা চলাকালে বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পরীক্ষা চলাকালে বিদ্যালয় মাঠে 'শান্তি ও উন্নয়ন সমাবেশ' আয়োজন করা হয়। বিদ্যালয়টির দশম শ্রেণীর শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলাকালে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। রবিবার (১৫ অক্টোবর) ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহিনুজ্জামান শাহীন।

এ দিন বিদ্যালয়টিতে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্যে দশম শ্রেণীর ১৬২ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের পরীক্ষার্থী দিতে অনেকটা বিঘ্ন ঘটেছে। এ নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি পরীক্ষা শেষ হওয়ার পরে স্কুল গেইট খুলে দেওয়া হয়েছে পরিক্ষা দিতে কোন সমস্যা হয়নি পরীক্ষার্থীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে এবং জামায়াত-বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ওই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান শাহীন।

বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকদিন আগে থেকেই প্রস্তুত করা হয় বিশাল শান্তির ও উন্নয়ন সমাবেশের মঞ্চ। লোকজন যাতে সমাবেশে ঢুকে জটলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিদ্যালয়ের প্রবেশ পথে ডজনখানেক পুলিশ অবস্থান নেন। লোকজন বারবার বিদ্যালয় মাঠে ঢুকতে চাইলেও শেষ পর্যন্ত তা পারেনি।

বিদ্যালয় সূত্রে মতে, আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্যে দশম শ্রেণির ১৬২ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা ছিলো রসায়ন বিষয়, মানবিক শাখার ভূগোল বিষয় এবং বাণিজ্য শাখার হিসাব বিজ্ঞান।

একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছে, 'সমাবেশে আগত লোকজনের বেশি সংখ্যক দুপুরের আগেই বিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেয়। বিদ্যালয়টি পৌর শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সমাবেশে আগত লোকজন বহনের যানবাহনের শব্দদূষণে ভুগেছেন তাঁরা। ফলে পরীক্ষা দিতে তাঁদের অনেকটাই বেগ পেতে হয়েছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানান, 'পরীক্ষার দিনে বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি ফেরাতে জনসভা করাটা বেমানান। জনসমাবেশের উৎসবের আমেজে পরীক্ষার্থীদের মনমানসিকতা অনেকটাই ভেঙে যায়। লোকজন ও যানবাহনের শব্দে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি।'

স্থানীয় একাধিক শিক্ষাবিদ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 'বিদ্যালয় মাঠে দলীয় সমাবেশ করায় শিক্ষার্থীদের পরীক্ষার্থী দিতে অনেকটা বিঘ্ন ঘটেছে। পরীক্ষার দিনে বিদ্যালয় মাঠে জনসমাবেশ পরীক্ষার্থীদের জন্য শুভ নয়।'

শান্তি ও উন্নয়ন সমাবেশের নেতৃত্বদানকারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান শাহীন বলেন, 'পরীক্ষা শেষ হলে, সমাবেশ শুরু করা হয়। সে কারণেই পরীক্ষা দিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি।'

ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, 'সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। বিদ্যালয়ের মাঠে যাতে পরীক্ষা চলাকালে লোকজন ঢুকতে না পারে, সেজন্য পরীক্ষা শুরুর আগে থেকে প্রায় ডজনখানেক পুলিশ দায়িত্ব পালন করেছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বিদ্যালয়ের প্রবেশের গেটে পুলিশ অবস্থান করেন। ফলে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে।'

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)
সুমন তালুকদার বলেন, রোববার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। একইদিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা ছিলো। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অবগত করেন। আমরাও আগে থেকেই সেটা অবগত ছিলাম। সমাবেশ স্থলে পরীক্ষা চলাকালে লোকজন ঢুকে যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বিঘ্ন না ঘটায় সেই জন্য বিদ্যালয়ে প্রবেশের প্রধান ফটকে পুলিশ মোতায়ন করা হয়।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি আগে থেকেই আমরা জানতাম। সেকারণেই পরীক্ষা শেষ হওয়ার পর সমাবেশ শুরু করার শর্তেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আয়োজকরা নিয়ম মেনেই সমাবেশ শুরু করায় পরীক্ষার্থীদের কোনো সমস্যা হওয়ার কথা নয়।'

পরে দুপুরে উপজেলা বিআরডিবির সাবেক সভাপতি জাহের আলী চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শান্তি ও উন্নয়ন সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহিনুজ্জামান শাহীন।