ফেনী গার্লস ক্যাডেট কলেজে অগ্নিকাণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী গার্লস ক্যাডেট কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৮ টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

কলেজ প্রশাসন সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে জেনারেটর রুমে আগুন ধরে। তাৎক্ষণিক কলেজের কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই রুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কলেজের সহকারী অধ্যাপক মো. মনসুর বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জেনারেটর রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই সকলের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভালো থাকায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে জেনারেটরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।