চমেক হাসপাতালে ফের নারী দালাল গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে থেকে ফের রিতা চৌধুরী (৫৬) নামের আরও এক নারী দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার রিতা চৌধুরী সাতকানিয়ার উপজেলার পশ্চিম নলুয়ার সুভাষ চৌধুরীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

বিজ্ঞাপন

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের হয়রানি করে থাকে দালাল চক্রের সদস্যরা। রিতাও হাসপাতালের আসা রোগীদের হয়রানি করে আসছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ২৭ নভেম্বর সকালে রত্না দাস নামের এক নারী দালালকে গ্রেফতার করে পুলিশ।