বিএনপির কর্মসূচি জঙ্গি-সন্ত্রাসের কর্মসূচি: নিখিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বিএনপির কর্মসূচিকে জঙ্গি সন্ত্রাসের কর্মসূচি বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, 'আমার সৌভাগ্য আমি মানুষের জন্য কাজ করতে পারছি। দেশ তার আওয়ামী লীগের নেতৃত্বে নিজ মহিমায় এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর নৌকাই বাংলাদেশ দিয়েছে। এই নৌকায় আপনারা বিগত দিনে ভোট দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় এনেছেন। যার কারণে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাধুর্যতার জায়গা পেয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ।' 

এ সময় বিএনপি প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, 'বিএনপি যদি মানুষের কল্যাণে কাজ করত তারা তো রাজপথের নামার কথা না। তারা বিশ্বের বিভিন্ন জঙ্গিসংগঠন গুলোর মত আত্মগোপনে চলে গেছেন। সেখান থেকে ভিডিও বার্তায় নানা কর্মসূচি দিচ্ছেন। আর তাদের (বিএনপির) সন্ত্রাসীদের দিয়ে বাসে আগুন লাগায় মানুষ হত্যা করছে। বিএনপির কর্মসূচিতে তো জঙ্গি কর্মসূচি, সন্ত্রাসী কর্মসূচি। আমি মনে করিনা নির্বাচনে আসার জন্য তাদের কোন মানসিকতা আছে।' 

বিজ্ঞাপন

শেষে নিখিল দেশের উন্নয়নে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।