চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্ত্২৪,কম চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (৩ডিসেম্বর) সকালে জেলা শহরের বড় ইন্দেরা মোড় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

বিজ্ঞাপন

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং সভাপতিত্বে আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন ফিজিওথেরাপিস্ট ডাক্তার হাসান মাহমুদ, বিদ্যালয়ের নির্বাহী সচিব আব্দুল হাসান ও শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন বলে গণ্য করতে হবে। তারা সমাজের মৌলিক একটি অংশ, তারা আরও বলেন সরকার ও সমাজের বিত্তবান মানুষেরা এ সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে এগিয়ে আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে সুবিধা বঞ্চিত এসব শিশু কিশোররা।’

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শেষ হয়।