পরীক্ষা দিয়ে ফেরার পথে অটোরিকশা চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পরীক্ষা দিয়ে ফেরার পথে অটোরিকশা চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা দিয়ে ফেরার পথে অটোরিকশা চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় অটোরিকশার চাপায় আফসানা খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব স্কুলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আফসানা খাতুন উপজেলার শিবু দইটারী গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় অটোরিকশা চালক হায়দার আলীকে (৩৮) আটক করেছে স্থানীয় লোকজন।

বিজ্ঞাপন

পুলিশ ও আফসানার স্বজনেরা জানায়, উপজেলার টেপামধুপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরে কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল আফসানা। পথে অটোরিকশাটি রাজীব স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফসানা রাস্তায় পড়ে অটোরিকশাচাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন অটোরিকশা চালক হায়দার আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'