মোহাম্মদপুরে গৃহকর্মীর মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি
রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি উড়ান (১৫) -এর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানান কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী।
বিবৃতিতে বলা হয়, ‘রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনের নবম তলা থেকে থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। প্রীতি উড়ান (১৫) নামের ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মীর কাজ করত। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে, বাবার নাম লোকেশ উড়ান।’
- আমরা গরিব মানুষ, কীভাবে মামলা চালাবো: প্রীতির মা
- ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের ফাঁসির দাবি স্থানীয়দের
‘পুলিশ বলছে, মেয়েটি নয়তলা থেকে পড়ে মারা গেছে। তবে ভবন থেকে ফেলে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উদ্ধারের সময় মেয়েটির শরীরে জামা থাকলেও পরনে কোনো সালোয়ার ছিল না। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন মেয়েটিকে ধর্ষণ করে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। এর আগেও আশফাকুল হকের বাসার ৯ বছরের এক শিশু গৃহকর্মী লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় থানায় মামলাও হয়েছিল। কিন্তু কোনো বিচার পাওয়া যায়নি। উল্টো বলা হয়েছিল শিশুটিকে দিয়ে নাটক সাজানো হয়েছে।’
- ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
- গৃহকর্মীর অবহেলাজনিত মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা
বিবৃতিতে আরও বলা হয়, ‘এভাবেই বিচারের বাণী নিভৃতে কাঁদে! অভিযুক্ত সৈয়দ আশফাকুল হক প্রভাবশালী ও বিত্তবান সাংবাদিক; আর গৃহকর্মী প্রীতি উড়ান দরিদ্র ও অসহায়। ফলে বারবার গুরুতর অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে এই অপরাধী আশফাকুল।’
তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।