দ্বিতীয় পর্বের মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে হাজারো নারী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের টঙ্গী তুরাগতীরে আয়োজিত ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাতে পুরুষদের পাশাপাশি এসেছেন হাজারো নারী। দলবদ্ধ হয়ে কাগজ, পাটি, চট ফেলে বসেছেন সড়ক, মহাসড়কে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শুরু হবে আখেরি মোনাজাত। এ মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে পুরুষদের পাশাপাশি ধর্মপ্রাণ নারীরা এসেছেন ইজতেমা ময়দানে। 

বিজ্ঞাপন

সুরাইয়া খাতুন নামে এক নারী বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে নরসিংদী থেকে ভোরে এখানে এসেছি। আমাদের সাথে আরও অনেক নারীরাও এসেছেন। মোনাজাত শেষ করে চলে যাব।

আমেনা বেগম নামে এক বৃদ্ধা নারীর সাথে কথা হলে তিনি বলেন, হজ করতে তো আর বিদেশ যাইতে পারুম না। তাই ইজতেমায় আইছি। এইখানে মোনাজাত ধইরা আল্লাহর কাছে মাফ চামু।

বিজ্ঞাপন

এর আগে, দ্বিতীয় পর্বের এ মোনাজাতে অংশ নিতে একদিন আগে থেকেই লাখো মুসল্লিরা এসে উপস্থিত হয়েছেন তুরাগতীরের ইজতেমা ময়দানে। মোনাজাতে অংশ নিতে আসা লাখ লাখ মুসল্লির আগমনে ১৬০ একরের এ ময়দান কানায় কানায় পূর্ণ হয়েছে।

ইজতেমা আয়োজক কমিটি মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।