যখন উন্নয়ন করতে পারব তখন সাংবাদিকদের বক্তব্য দিব: মেয়র বেবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

নীলফামারীর সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভা। তবে দীর্ঘদিন ধরে পৌরসভার রাস্তাগুলোর বেহাল অবস্থা বিরাজ করলেও পৌর কর্তৃপক্ষকে সংস্কারে নীরব থাকার অভিযোগ স্থানীয়দের। এত চরম ভোগান্তিতে জনসাধারণ। কয়েকদফায় মানববন্ধন অবরোধ করলেও মিলেনি প্রতিকার। স্থানীয়দের অভিযোগ, মেয়র রাফিয়া জাহান বেবি দায়িত্ব নেওয়ার তিন বছর পেরিয়ে গেলেও শহরের কোনো উন্নয়ন।

সরেজমিনে দেখা যায়, শেরেবাংলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক, বিচালীহাটি সড়কের অবস্থা করুণ। রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে নানা দুর্ঘটনা ঘটার পাশাপাশি জরুরি অবস্থায় রোগী যাতায়াতেও মারাত্মক ঝুঁকিতে পড়তে হয়। অপরদিকে বিভিন্ন সময়ে শহরবাসী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করলেও তেমন কোন ফলাফল পায়নি।

বিজ্ঞাপন

শহরের মুন্সি পাড়া গ্রামের রিকশাচালক আলতাফ আলী বলেন, আমরা দীর্ঘসময় ধরে এভাবে চলাচল করছি। আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। জরুরি কাজে তাড়াতাড়ি যেতে পারিনা। এভাবে গাড়ি চালালে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হয়। কবে আমরা ভালো রাস্তা পাব আল্লাহই জানে ।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, পোরসভার আয় হচ্ছে, ট্যাক্স বাড়ানো হয়েছে, নকশা অনুমোদনে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, হাজার হাজার অটোরিকশার লাইসেন্স ফি বাড়ানো হয়েছে, রিকশার ফি বাড়ানো হয়েছে। এ আয় থেকে কোটি কোটি টাকা যায় কোথায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবি বলেন, আমি আর কত সাংবাদিকদের বক্তব্য দিব। যখন জনগণের পাঁশে দাড়াব, রাস্তা ঠিক করতে পারব তখন সাংবাদিকদের বক্তব্য দিব। আপনাদের জানতে হবে আমি কয়েকদিন আগে একটা ইয়ে দিয়েছি। এখানে হাজার হাজার সাংবাদিক আছে, আমি কি কাউকে অসম্মান করব? এক দুই মাসের মধ্যে কাজ করব। আমিতো এক কথা বারবার রিপিট করতে পারব না। আপনাদের যা ইচ্ছে হয় লেখেন। আমি কোন কিছু বলতে পারব না।