সর্বস্তরের মানুষের ঢল শহীদ মিনারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেজে চলেছে অমর একুশের গান। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে হাতে ফুল, কালো পোশাক, ব্যাজ ধারণ করে ধীর পায়ে এগিয়ে চলেছেন অসংখ্য মানুষ। একে একে তারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সময় যত গড়িছে মানুষের ভিড়ও তত বাড়ছে।

বিজ্ঞাপন

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাবার সঙ্গে দ্বিতীয় বারের মতো শহীদ মিনারে এসেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহসান উল্লাহ এবং তার ছোট বোন নাবিহা ইসলাম তারিন।

রাজধানীর কাকরাইল এলাকা থেকে আসা আহসান উল্লাহ বার্তা২৪. কমকে বলে, আমি দ্বিতীয়বারের মতো এবং আমার বোন প্রথমবারের মতো শহীদ মিনারে এসেছে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদ মিনারে এসে আমাদের অনেক ভালো লাগছে।

বিজ্ঞাপন

রাজধানীর মধ্য বাড্ডার লিং রোড় থেকে আসা মো. আলভী বার্তা২৪.কমকে বলেন, প্রথমবারের মতো আমি আমার বাবার সাথে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।