রংপুরে প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষকের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দায়ে রবিউল ইসলাম নামে এক শিক্ষককে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম খোড়াগাছ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। এর আগে সকালে এসএসসি পরীক্ষা চলাকালীন উপজেলার এরশাদ মোড়ে বাশার এন্টারপ্রাইজে ইংরেজি ২য় পত্র প্রশ্নের ফটোকপি করছিলেন শিক্ষক রবিউল ইসলাম। এ সময় রবিউল ইসলামকে হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিউল ইসলামকে এক মাসের কারাদণ্ড প্রদান এবং বাশার এন্টারপ্রাইজের কর্ণধার খাইরুল বাশারকে ২০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।