ফটিকছড়িতে কাঠ বোঝাই ৫ ট্রাক জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে কাঠ পরিবহনের সময় তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার সিএফটি কাঠসহ পাঁচটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাইন্দং ইউপির বৃন্দাবনহাটের বড়ুয়া পাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটা, বালু উত্তোলন ও অবৈধভাবে বনজদ্রব্য পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে ড্রাইভার ও হেল্পাররা গাড়ি রেখে পালিয়ে যায়। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(৫) ধারা মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় ও ঘটনাস্থলে আসামি না পাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের নারায়ানহাট রেঞ্জের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেয়াকো, রামগড়ের বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। বিভাগ বন আইন ১৯২৭-এর ৪১, ৪২ ধারায় মামলা রুজু করবে।