একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আমেনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

একসঙ্গে তিন সন্তানের জন্ম

একসঙ্গে তিন সন্তানের জন্ম

বরগুনার তালতলীতে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

তালতলী ইসলামিয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন আমেনা বেগম রজি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কানিজ ফাতিমা।

বর্তমানে তিন বাচ্চাসহ গৃহবধূ আমেনা বেগম সুস্থ রয়েছেন। আমেনা বেগম রজি তালতলী উপজেলার তুলাতলী গ্রামের কুয়েত প্রবাসী লালচানের স্ত্রী।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রসব ব্যথা শুরু হলে গৃহবধূ আমেনা বেগম হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। ওই হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহানের নিয়মিত চেকআপে থাকায় নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করেন। পরে বৃহস্পতিবার ভোররাত ৪টায় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে অপারেশন করার প্রস্তুতি নেওয়া হয়। হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. নুসরাত জাহান অপারেশন শুরু করেন। অপরেশন সফলভাবে সম্পূর্ণ হয়। সেই সাথে সুস্থ শরীরে এক এক করে তিনটি ফুটফুটে নবজাতক প্রসব করেন গৃহবধূ আমেনা বেগম রজি।

ইসলামিয়া হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান। তাদের নাম এখনও নির্ধারণ করা হয়নি।

নবজাতকদের চাচা মো. এরশাদ বলেন, আল্লাহ তার ভাইয়ের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন। এর আগে আমার ভাইয়ের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।