২৩ দিন পর খুলল ঘুমধুম সীমান্তের ৫ স্কুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলেছে আজ। ২৩ দিন বন্ধের পর সীমান্তের পরিস্থিতি বিবেচনায় স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঘুমধুম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সাময়িকভাবে বন্ধ থাকা বিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। এ মাসের শুরুতে বাংলাদেশের কয়েকটি সীমান্ত ঘেঁষা ওপারে মিয়ানমারে সংঘাত দেখা দেয়। দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘাত তীব্র হতে থাকলে ৫ ফেব্রুয়ারি ঘুমধুম সীমান্ত এলাকার পাঁচটি স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

স্কুলগুলো হলো- বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

সকাল থেকে স্কুলগুলোতে শিক্ষার্থীরা ক্লাস করতে আসে। কিন্তু ২৩ দিন বন্ধের পর প্রথম দিনে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম উপস্থিত হয়েছে।