রমজানে সরকারিভাবে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যয় সংকোচনের অংশ হিসেবে রমজানে সরকারিভাবে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদেরকেও নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কারোর এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকলে খাদ্য কিনে গরিবদের বিতরণ করতে পারে। এর মূল বার্তা হচ্ছে, অপচায় যেন না করি, লোক দেখানো কার্যক্রমে যেন নিজেদের নিবেদিত না করি।

খাদ্য ও অর্থের অপচয় হলে ধর্মীয় দিক থেকে কোনো যৌক্তিকতা থাকে না. বলেন সচিব।

বিজ্ঞাপন