ফুটপাত দখল করে অবকাঠামো নির্মাণ, ৩ ভবন মালিককে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ফুটপাত দখল করে অবকাঠামো নির্মাণ, ৩ ভবন মালিককে জরিমানা

ফুটপাত দখল করে অবকাঠামো নির্মাণ, ৩ ভবন মালিককে জরিমানা

জনগণের চলাচলের ফুটপাত দখল করে গাড়ি ওঠানামার র‍্যাম্প তৈরি করায় টাউন হল এলাকা এবং নতুন বাজার এলাকার তিন ভবনের মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহমেদ। এসময় তিনি ভবন মালিকদের নির্মাণ করা র‍্যাম্প ভেঙে দিয়ে ফুটপাত দখল মুক্ত করেন এবং তিন মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

অভিযানকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।