শার্শায় কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শার্শা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায়। এসময় শিক্ষার্থী শেখ কণিকাকে সেরা পুরস্কার তুলে দেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

বিজ্ঞাপন

আলোচনা সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন,  বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সফল রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ প্রধান মন্ত্রীর একটি বড় স্বপ্ন। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, সামাজিক ব্যক্তিত্ব ওহিদুল ইসলাম পটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

বিজ্ঞাপন