আগুনে পুড়ে ছাই কাচ্চি ভাই ভবনের সামনে অ্যাম্বুলেন্সের সারি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ হাসপাতালে আনা নেওয়া হয়েছে। রেস্টুরেন্ট ভবনে আরও মরদেহ আছে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ হাসপাতালে নিতে বেইলি রোড সড়কে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। মরদেহ উদ্ধারের পরপরই অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে নিহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো না হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন আলাউদ্দিন জানান, নারী শিশুসহ এখন পর্যন্ত ২২ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

এর আগে, ৪৩ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া ওই ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

প্রসঙ্গ, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।