পুড়ে যাওয়া গ্রিন কোজি ভবনের ম্যানেজার আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুড়ে যাওয়া গ্রিন কোজি ভবন

পুড়ে যাওয়া গ্রিন কোজি ভবন

ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর ম্যানেজারকে ভবনের বিভিন্ন ত্রুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিজ্ঞাপন

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রিন কোজি ভবনের ম্যানেজারকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (১ মার্চ) ভবনটির নিচতলার চুমুক চায়ের দোকানের দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্তোরাঁর ম্যানেজারকে আটক করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন- চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান।

এদিকে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে যাদের চিকিৎসা চলছে, তাদের অবস্থাও শঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

গ্রিন কোজি কটেজ নামের ভবনটির দোতলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি বিরিয়ানির দোকানের শাখা, পোশাকের ব্র্যান্ড ইলিয়েন, নিচের তলায় স্যামসাংয়ের শোরুমসহ আরও বেশ কিছু দোকান। স্যামসাংয়ের শোরুমের পাশেই ছিল একটি কফি শপ। এরকম কফির দোকানসহ ফাস্টফুডের অনেকগুলো দোকান ও রেস্তোরাঁ ছিলে ভবনটিতে।