গাজীপুরে বিষাক্ত মদপানে ২ মাংস বিক্রেতার মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বিষাক্ত মদপানে দুই মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে, ২৯ ফেব্রুয়ারি রাতে ওই দুই মাংস বিক্রেতা চুলাই মদ পান করেন। ঘটনার একদিন পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদীনি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আজিবর মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)। তারা বর্তমানে কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি, সরকারবাড়ি এলাকায় দুলাল উদ্দিন সরকারের আবাসিক কলোনিতে ভাড়া থেকে স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।

বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।