কালীগঞ্জে ট্রাক মালিকের গলা চিপে ধরায় রোড বেরিকেড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আলী হোসেন নামে এক ট্রাক মালিকের তেলের পাম্পের নাইটগার্ড গলা চিপে ধরায় রোড বেরিকেড দিয়েছে শ্রমিকরা। ওই ট্রাক মালিক বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন। 

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রওশন ফ্লিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। ওই ট্রাক মালিক আলী হোসেনের বাড়ি তুষভান্ডার ইউনিয়নের কাকিনা হল এলাকায়। 

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, পাওনা টাকা নিয়ে রওশন ফ্লিলিং স্টেশনের ম্যানেজার নূরনবীর মধ্যে ট্রাক মালিক আলী হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইট গার্ড রয়েল ট্রাক মালিক আলী হোসেনের গলাচিপে ধরে। পরে ওই ট্রাক মালিক শ্রমিকদের জানালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক বেরিকেড দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বুড়িমারী থেকে শতাধিক ট্রাক ওই সড়কে আটকা পড়েন। 

এদিকে ওই ট্রাক মালিক আলি হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন। আর শ্রমিকরা বিচার না হওয়া পর্যন্ত সড়ক বেরিকেড দিয়ে অবরোধ পালন করছেন। 

বিজ্ঞাপন

আটকা পড়া ট্রাক চালকরা বলেন, ‘তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সড়কে ব্যারিকেড দেয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুত এর সমাধান চাই। যেহেতু আমরা জেলার বাইরের ট্রাক চালক অযথা আমাদের হেনস্থা করার কারো অধিকার নেই।’ 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বার্তা২৪.কমকে জানান, ঘটনাটি শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টা চলছে।