Byelection-Habiganj
হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনের স্থগিতাদেশ বাতিল, ভোট ৯ মার্চ
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের বিষয়ে উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইলো না। তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৯ মার্চ ভোট গ্রহণের প্রস্ততি নেওয়া হচ্ছে। এর আগে নির্বাচনে ভোটার হতে এবং প্রশাসক বা অন্যান্য সদস্যদের পদ থেকে পদত্যাগের বিষয় নিয়ে জেলা পরিষদের আইন ২০০০ ধারা ৬ (২) (চ) ও ২০০০-এর ধারা ১৭ (১)-কে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন জেলা পরিষদের ২নং ওয়ার্ড (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) সংরক্ষিত আসনের সদস্য শাম্মী আক্তার সুমি (রিট পিটিশন নং-১১৩৫/২০২৪)।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দারের গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানির পর বিচারপতি কাজী জিনাত হক হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন স্থগিত রাখার আদেশ প্রদান করেন।
জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। ভোট ভোটার রয়েছেন এক হাজার একশ দুই জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮শ ৪৩ জন আর নারী ভোটার রয়েছেন ২শ ৫৯ জন।