বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিশলাটি গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের আব্দুল হালিম ওরফে ফালাইন্নার ছেলে।

ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ মিয়া ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজ ক্ষেতে পানি দিতে যান। এসময় একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে সবজির ক্ষেত নষ্ট করা শুরু করে। এমতাবস্থায় হাতি তাড়াতে গ্রামের লোকজন জড়ো হয়। লোকজন জড়ো হয়ে হাতি তাড়াতে গেলে উল্টো হাতি তাদের তাড়া করে। এসময় সবাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেলেও সাইফুল ইসলাম নিজেকে রক্ষা করতে পারেনি। হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে হাতি চলে গেলে স্থানীয়রা সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

হালুয়াঘাট থানার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।