৮ দেশের সামরিক বাহিনী পদস্থরা সুন্দরবনে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

 শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ ৮টি দেশের ব্রিগেডিয়ার জেনারেল, কমোডর, যুগ্ম সচিব, এয়ার কমোডর, ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৯ জনসহ মোট ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত প্রায় দু' ঘণ্টা ধরে প্রতিনিধি দলটির সদস্যরা দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্রে অবস্থান করে।

বিজ্ঞাপন

এ ছাড়া বনের ভিতরের প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন গাছপালা দেখে তারা মুগ্ধ হন তারা। এ সময় করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির প্রতিনিধি দলটির সদস্যদের করমজলের গুরুত্ব ও তাৎপর্যসহ সুন্দরবনের উপর সংক্ষিপ্তভাবে বিফ্রিং করেন।

করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, এ প্রতিনিধি দলে শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ ৮ জন বিদেশিসহ ব্রিগেডিয়ার জেনারেল, কমোডর, যুগ্ম সচিব, এয়ার কমোডরসহ ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৯ জনসহ মোট ২৭ জন সুন্দরবনের এ সফরে আসেন। তারা প্রকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন