ফার্মগেটে দুই স্বর্ণের দোকান থেকে ১৯০ ভরি স্বর্ণ চুরি
রাজধানীর শেরে বাংলা নগর থানার ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের চতুর্থ তলায় দুটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ মার্চ) গভীর রাতে এই ঘটনা ঘটে। দুটি দোকান থেকে প্রায় ১৯০ ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে দুজন চোর সেজান পয়েন্ট মার্কেটের পেছনের দোতলার বারান্দার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় সরণি ও এলভি জুয়েলার্স দোকানের কলাপসিবলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা স্বর্ণালংকার নিয়ে যেখান দিয়ে এসেছিলেন, সেখান দিয়ে পালিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ওসি আবদুল আহাদ বলেন, এলভি জুয়েলার্স থেকে প্রায় ৪০ ভরি ও সরণি জুয়েলার্স থেকে প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। মার্কেটের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) থাকলেও পেছনে কোনো ক্যামেরা নেই। ফুটেজে মার্কেটের বারান্দায় দুজনকে হাঁটতে দেখা গেছে। তারা হেলমেট পরা অবস্থায় ছিল।
তিনি বলেন, দুই দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সেজান পয়েন্টের মার্কেটের পেছনে ক্যামেরা বসাতে বলা হয়েছিল। কিন্তু তারা মার্কেটের পেছনে কোনো সিসি ক্যামেরা বসাননি। মার্কেটের পেছনে সিসি ক্যামেরা থাকলে চোর সনাক্ত করা সহজ হতো।
এই ঘটনায় বুধবার রাতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ দিকে সেজান পয়েন্টে চুরির ঘটনার মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ বিষয়ে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আমাদের ডিবির তেজগাঁও বিভাগ মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হবে।