আশুগঞ্জে দেড় হাজার হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পবিত্র রমজানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নের দেড় হাজার হতদরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আরমান খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

হাজী আরমান খন্দকার বলেন, সমাজের হতদরিদ্রদের কথা চিন্তা করে আড়াইসিধা ইউনিয়নের ১১তম এই ইফতার বিতরণ করা হচ্ছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রদের তালিকা করে এই ইফতার বিতরণ করা হয়। যতদিন বেঁচে থাকব আমি এই দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করব। পাশাপাশি এই আয়োজন ইউনিয়নের মাঝে সীমাবদ্ধ না রেখে উপজেলাতেও ছড়িয়ে দেয়ার ইচ্ছা আছে।’ 

এবারের ইফতার সামগ্রীর মধ্যে ছানা বোট ২ কেজি, খেসারি ডাল ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ২ লিটার, চিড়া ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম ও সেমাই ১ প্যাকেট রয়েছে।

বিজ্ঞাপন