বিএনপির নারী দিবসের র‍্যালিতে পুলিশের বাধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের শান্তিপূর্ণ র‍্যালিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে ১১ টার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহিলা দলের নেতা কর্মীরা।

বিজ্ঞাপন

বিএনপি নেতা কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। সকাল থেকেই সেখানে বিএনপি নারী নেত্রীরা জড়ো হয়। সেখানে আগে থেকেই পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে র‍্যালি বের হলে কোনভাবেই আগাতে দেওয়া হয়নি। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। পরে বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করে বিএনপির নারী নেত্রীরা।

এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিটি মানুষ ও সংগঠনের দিবস পালনের অধিকার আছে। কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। এতে নেতা কর্মীর নিরাপত্তার কথা ভেবে আমরা বাধ্য হয়ে কর্মসূচি থেকে সরে আসি। তবে পুলিশের এই আচরণ আমাদের স্বাধীনতাকে হরণ করেছে।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।