গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিতের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেভ দ্য রোড’র উদ্যোগে গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫ শতাংশ নারী আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবষেণা-স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।  এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন মহাসচিব শান্তা ফারজানা।

তিনি বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, যে কোন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় প্রতিদিন শতাধিক নারী নিপীড়িত হচ্ছে। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সব গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী ও যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

সেভ দ্য রোড-এর দাবির সঙ্গে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা আনিসুর রহমান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।