সিলেটে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাসের সাথে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছেন শিশুসহ অন্তত ১০ জন ৷

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সাথে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু মারা যায়। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন ৷

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ওসির নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, উমনপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাই। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে ও ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় ১ শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।